মানব সেবার নামে লালসার ধরাধামে
চলে অহর্নিশ দেখি ধর্ষণ বিভেদ বৈষম্যে
সাহিত্যিক গড়েছে এ সমাজ তিলে তিলে
শান্তির ছলনায় দিয়াছে মালা হিংস্র গলে
অনুসারী অভিসারী বাজে সুর যত ঢঙে
বেজে চলেছে আজও অন্ধত্ব নাহি ভাঙে।


কল্প ছেড়ে তিলে তিলে গড়ে দিতে বাস্তব
গড়ে দিতে অহিংস কেন এতো কৃপণ স্তব?
কোন্ অভিলাষে গড়ে যাও কল্প সাহিত্য?
হিংস্র পশু সম মানব মুনশির ভুলে ডুবন্ত।


বাস্তবতা অহিংস মানবতা আজও দৈন্য
কেবলই সাহিত্য ঘোচাতে পারে চোরা পূণ্য
একটা মানবিক অহিংস পৃথিবী গড়ে দিতে
সাজাও সাহিত্য নতুন সাজে বাস্তব ভিতে
নচেৎ এমন সাহিত্যের গড়া সমাজ সদা
ডুবতেই থাকবে অনুসারী শিক্ষিত দ্বারা।


ত্রিপত্র কাব্য (Trefoil)
ধৃতি রাজ