চোখ চাহনি কি বলে যায় বুঝতে সময় লাগলো না
প্রথম তোমায় দেখতে পেয়েও দেখা যেন হলো না।
মায়ায় গড়া চোখটি তোমার হৃদয় হরা ছুটছি তাই;
তোমায় পেলে পূর্ণ স্বপন, যেন আর কিছু না চাই,
রাস্তা বাঁকে পুকুর পাড়ে নদীর ধারে স্নানের ঘাটে;
মন ভোলা ওই কোমর দোলা যাই শুধু যাই দেখে।


সন্ধি সময় চলছে তোমার তাতেই দোলে অঙ্গ রূপ;
পূর্ণকালে তুমিই আমার সুখ পাখিটার গোলাপ ফুল,
তোমায় নিয়ে সুখের টানে ভাবছি যখন ঘরে শুয়ে,
কোন্ সে দূরে দূর গগনে ছোটাই ঘোড়া টগবগিয়ে,
রক্ত মাংস শিরায় শিরায় হৃদয় জুড়ে তোমার দখল;
অথই হিয়ার মাঝ দরিয়ায় বেহুশ হই যখন তখন,
হারিয়ে গেছে মনটা আমার জানিনা সে কিসের ছোঁয়ায়,
কি ভাবি কি ভেবে না পাই ভালোবাসি বলবো তোমায়।


রাস্তা ধারে দাওয়ায় বসে দেখি তোমায় প্রেম আবেশে;
টিউশন থাকে ওই পাড়াতে সকাল বিকেল যাও সেখানে,
তোমায় দেখে তোমার পিছে ছুটদেই আমি বারে বারে;
সব ভুলেযাই কাছে গিয়ে যাও কোথা যাও জিগাই শেষে,
ডব্ ডব্ ডব্ বুকের মাঝে, রক্ত বেগে মাথায় ওঠে;
তালগোল যায় পাকিয়ে তখন পিছন ছাড়ি লোকের ভয়ে,
জানো? তুমি আমার স্বপ্ন পরী রাতের রঙিন সদ্য কলি;
তুমি আমার গন্ধ গোলাপ পারবো না যে থাকতে আমি।।


DHRITI RAJ