রূপান্তরে মিশবো যেদিন
            জড়ের কুলের দেশে
খুঁজবে কেহ হঠাৎ এসে
            কাজের তাগিদ বেশে
রাত পোহালে সকাল বেলা
            লম্বা শোকের ছায়া
অরুণ কিরণ ভরবে সেথা
            মুছবে সকল মায়া
সারাটা দিন মনের মাঝে
            জাগবে স্মৃতির ডালা
গহিন ফুঁড়া আঁধার সাঁঝে
            জ্বালবে স্বপন মেলা
ক্ষণেই হবে অশ্রু সজল
            চাঁদের আলোয় মিশে
ক্ষণেই ঘিরে ধরবে নিশি
            চোখের পাতার দিশে
এমনি করেই সময় প্রলেপ
            ভরবে জীবন পাতা
ঋতুর ফসল তুললে ঘরে
            ঋতুই তাহার চেতা।


ধৃতি রাজ