কে বলে পঙ্গু দূরে দাঁড়ায়ে
গর্জে গগন পাহাড়
রুদ্ধ মনের দ্বার খুলে দাও
ঘুচাও দম্ভ আঁধার।


জেনে নাও সুধী হৃদি বৃত্তে
গভীর ভাবেনা যারা
বন্ধ্যা তাগিদে ডুবে রয় সদা
রহে না জানার তাড়া।


কোটি জীব জড় গঠন তন্ত্র
রকমের ফের তাল
বিচিত্র সে প্রকাশের ঢং
লম্বিতে উপাদান।


কালের মাঝে জীব কিবা জড়
কারো নেই বিকলতা
মহাপ্রকৃতির মহালয়ে চলে
আপন বীর্য ধারা।

মগজের মহাক্রিয়া ভিন্ দশা
চাহিদার নিগূঢ়তা
যথা সহায়ক পরিবেশ রচে
আঢ্য স্বাভাবিকতা।


কিসে ভ্রম তবে? মিলাও বিশ্ব,
ছাড়ো দম্ভের দোহার
প্রকৃতি কুলের বহুরপী রূপ
প্রকৃতি আপন বাহার।


ধৃতি রাজ


"সহমর্মিতার সংবেদন"