শ্রদ্ধেয় প্রিয় কবি গোপাল চন্দ্র সরকারের গতকালকের (১৯-০৯-২০২০) প্রকাশিত "সামনে সুখ" কাব্যের পর্যালোচনা ও কিছু কথা-


.               সামনে সুখ
.         গোপাল চন্দ্র সরকার


একদিকে দাঙ্গা, অন্যদিকে যুদ্ধ!
অস্থির এ সময় সারা পাড়া শুদ্ধ।
কার দোষ কাকে দেই
হারিয়ে জীবন খেই
তল পাই না দোষের জনতা না নেতায়?
মেতে আছি কলি মনে সে ধম্ম কথায়।


নেতা আজ ভগবান বড়ো তাঁর দান
তোমার ইচ্ছার পর বেঁচে আজি পরাণ
দেশের হাল তাঁর হাতে
সবাই সুখে জল ভাতে
জনতার বিচার আচার এখন সব অচল
অচিরে দানিবেন ভাগ্যে  তিনি শুভফল।


কষ্ট! সে তো হর বিপত্তি - কালে আসে
তার জন্য কাজ না ভাবনা ভরুক ত্রাসে
এখন শুধু সাঁতার দাও
ঊর্মি সাগর দেখে যাও-
জন তরী লাগলো বুঝি অতি শীঘ্র তীরে
আসিবে সুদিন কাল, থালা ভর্তি ক্ষীরে।


প্রথমেই অনবদ্য সৃষ্টি "সামনে সুখ" কাব্যের জন্য প্রিয় শ্রদ্ধেয় কবিকে জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা।


এক দিকে দাঙ্গা অন্যদিকে যুদ্ধ / দারুণ পংক্তি শুরুতেই কাব্যের দিক নির্ণয় ।
কার দোষ কাকে দেই/
কেহ বলে সব ঈশ্বর করাচ্ছেন কেহ বলে মানুষ বদমাশ। যদি ঈশ্বর সব করান তবে অযথা মানুষের ঘাড়ে দোষারোপ করার কোন যুক্তি নেই, কারণ ভালো মন্দ সবেতেই ঈশ্বরের প্রয়োজনে ঈশ্বর করাচ্ছেন। আবার ঈশ্বর ব্যতিরেখে যদি মানুষ বদমাশ বলা হয় তবে সেক্ষেত্রে ঈশ্বরের অস্তিত্ব কোথায়?? কেনই বা ঈশ্বরের নিয়ন্ত্রণ নেই?? মার দাঙ্গা থেকে না খাওয়া পেটে হাহাকার বা পাপ হীনেও কেন বৈষম্যে নীচ নেই প্রতিকার ?/ এখানে যা কিছু ভালো মন্দ সবই মানুষ করছেন। এক্ষেত্রে মানুষই সকল কর্মের জন্য দায়ী।
তাই নেতা জনতায় কিংবা ধর্মের কথায় খেই হারানোরই কথা যা কবির সূক্ষ্ম চেতনার শক্তিতে ধরা পড়েছে এমন গাঢ় বাস্তব অভিজ্ঞতা। সুন্দর বাস্তব প্রকাশ ।
পংক্তিতে পংক্তিতে প্রবুদ্ধ কবির জ্ঞানালোক ছড়িয়ে পড়েছে কাব্যের আদ্যপ্রান্ত দেখি অনুবীক্ষণে-
নেতা আজ ভগবান তার কৃপায় বাঁচে প্রাণ / তাইতো নেতা তার দেশবাসীকে জল ভাত খাইয়ে রাখছেন আর অদূরেই সুখের ঠিকানার জাদুকাঠি চোখের সামনে ঘোরাচ্ছেন আর নিরুপায় জনতা তারই আশায় দিন গুনে চলেছে এক ফোঁটা সুখের নাগাল পেতে। যুগে যুগে এই কৃত্রিমত্তা নিয়েই চলছে শাসক তাইতো ক্ষমতা ধরে রাখে কল্পের ঘাড়ে পাপ পূণ্যির কথা সাজিয়ে গুছিয়ে / সত্য গভীর ভাবনা দৃষ্টির ফসল এই "সামনে সুখ"।
এখন (চিরকাল) শুধু সাঁতার দাও ঊর্মি সাগর দেখে.......... জনতরী লাগলো বুঝি অতিশীঘ্র এসে আসবে সুদিন কাল থালা ভর্তি ক্ষীরে
/ আহা  এটাই তো সামনে খাওয়ার ঝুলিয়ে দিয়ে নাকে বড়শি দিয়ে টানা। কি চমৎকার উপমায় সমাজের চোখ খুলে দিয়েছেন প্রজ্ঞ কবি
অসাধারণ কঠিন বাস্তবতায় ঠাসা সমাজের নিদারুণ প্রতিচ্ছবি এঁকেছেন অপূর্ব ছন্দ, তাল ও অনন্য শব্দ সম্ভারে "সামনে সুখ" ।
প্রবুদ্ধ কবির এমন প্রতিবোধিত কাব্যে সমাজ সংস্কার হোক নিরন্তর সঙ্গে প্রিয় প্রজ্ঞ কবির জীবন সফলতা কামনা করি।


ধৃতি রাজ।