ওরা জ্ঞাতির কৌশলে মন্ত্রী , ওরা নেতা
ওরা বিচারক,
ওরা আই পি এস, ওরা আই এ এস
ওরা শাসক শিষ্টের নাশক,
ওরা রাস্তার মোড়ে
অথবা আরাম কেদারায় বসে
খুশিতে শুষে নেয় শ্রমিকের রক্ত কোষ,
ওরা অর্থের শীর্ষে অন্ধত্বের জন্মদাতা,
ওরা পিশাচের ঊর্ধ্বে সত্যের অভিনয়ে পাকা!


শুধু তুমি আমি নিদারুণ নিশ্চল অবোধ ভুক্ত।


ওরা পুরোনোতে মহাপতি, নতুনের দখলদারী
ওরা জ্ঞাতির মদতে ডাক্তার নষ্টের কারিগর
ওরা বৃত্তের চারিধারে,
সিক্ততায় থাকে কক্ষপথে আবর্তনে পরিধানে,
বিবেকের মাংস পিন্ড ওদের পুষ্টির উৎস
তৃপ্তিতে গোলামীর পাঁকে ডোবায় পঁচাশি শতাংশ!


শুধু তুমি আমি নিরুপায় নিষ্পলক বৃত্তের কেন্দ্র।


ধৃতি রাজ