ভাষাহীন যাতনা, না জানি কোন্ চেতনা,
সুদূর্স্থিত গহিন সম সেকি তোমার অজানা?
এই বুঝি আসিবে দুটি হাত বাড়াবে,
ব্যাকুল চিত্ত মম, পরশে তোমা জুড়াবে।
শঙ্কিত কম্পিত দুরন্ত আলাপের গুঞ্জন,
ভুলিবারে নাহি পারি হৃদয়ের স্পন্দন।
যে পরশে হায় জীবনের আনন্দ লুটায়,
সেকি আর পাইবো ফিরে আবার ধরায়?
দিন বুঝি রাত সম একা আর কত রব
ব্যতীত প্রেমী বলো কার সনে কথা কব?
অনূঢ় নিস্তবদ্ধতায় মম নিন্দন বুকে যন্ত্রণা,
অনুভবে অনুক্ষণ, না জানি কার অজানা।।
  


DHRITI RAJ