জবর আসর জমছে শুনে রয়না যে মন ঘরে
এসেই দেখি ছন্দ বলয় আমলা থরে থরে!
বন্ধ্যা মাথায় দ্বন্দ্ব জাগে কি করি না করি
হোঁচট খেয়ে আমলা পায়ে পড়ি কিবা মরি!


থর থরিয়ে গদ্য কথায় বিদঘুটে রব বোলে
ধমক খেয়ে গুলাই মাথা পচন ধরা ঘোলে,
তন্দ্রা তখন ছন্দ সভায় করছে কাব্য পাঠ
হঠাৎ থেমে বলয় ভেঙে পড়ল এপাশ ঝাট!


একটু পরেই আমায় ধরে তুলল বুকে টেনে
ত্রাস নয়নে নয়ন জুড়াই দৃশ্য চমক গুণে!
তন্দ্রা ছিল ছন্দে ভরা বছর আট প্রেমিকা
বিরহ আজ পরম সাতে উষ্ণ এক কবিতা!


ধৃতি রাজ