দুর্জ্ঞেয় ঝোঁক যুগেযুগে গড়েছে কল্প
অসার ভ্রমের প্রভাবে সমাজ ডুবন্ত
মানবতা বিজন
চারিদিকে রোদন
তবু বাস্তব ছেড়ে অমূর্তে দিশা পেতে
মূঢ় মানবে নরত্ব খোঁজে অতি যত্নে।


রূপের রূপান্তর চলিছে বিশ্বলয়ে
মিছে খুঁজে ফিরি তারে বারে বারে
মোহ মায়া সংসার
নিজ পর সাকার
কেহ রবে না একই রূপে চিরতরে
এসো গড়ি পৃথিবী মানব ঐক্যতানে।



দুর্জ্ঞেয় > ব্যাখ্যাতীত


ধৃতি রাজ