খায়
হাবুডুবু
ভ্রমের রাজ্যে
ডোবে সহজে
নেশার আধারে
ধাঁধার বাজারে;
চেষ্টায় মেলে না মুক্তি
কাঠামোয় বাঁধা ভক্তি
সংখ্যা গুরু গড়ছে যাহা
ভ্রমের পাহাড় বাড়ায় মহা
মোহের জ্বরে প্রতিরোধ গড়ে
সযতনে চষে যত ভ্রম ভাঁড়ে
পঞ্চ ইন্দ্রিয়ে মগজে ঢোকায় যত উপাদান সার
গ্রন্থ মিডিয়া যন্ত্র সকলই যম সহযোগী বিস্তার।
ভয়ে বশীভূত লোভের দোহার
একার ধাক্কায় নড়ে না পাহাড়
মানবতা গড়ে ভাঙতে হবে
ভ্রমের খাঁচা পাঁজর ভাগে
মুক্তির তরে যুক্তি তীর
দাও ছুড়ে ধনুক বীর
মানবের ভালোয়
চেতনা আলোয়
করো ভাইচারা
নচেৎ পাবেনা
নিস্তার
ভাই।


ধৃতি রাজ