আঁকশি দিয়ে খুলে নিয়েছি চাঁদ, আকাশ থেকে সাবধানে
সাজানো নয়, রাত এখন রাতের মতোই গাঢ়।


এলাকায় ঘাপটি মেরে জলের মতো ডুবে আছি, প্রেম
পরাজিত যৌনতায়, যদিও স্বীকার করছি না এখনও।


বাঁশের কোন তুলনা নেই,সবাই বলে 'আরেকটু!', প্রতিষ্ঠা
পেতে কাজ দেয় ভালো তেল-মাখন-বিছানার মতো বস্তু।


শহর আজীবন হিমবাহের মতো চুপ নিশ্চিন্ত বরফ ঘুমে
যদিও মিছিল ক'রে মোমবাতি জ্বালায়, কেন কে জানে!


হিসেব করিনি আমি, হয়ত করবওনা আর কখনও,
এখনও পর্যন্ত মুখ থেকে কত শব্দ বেরিয়ে গেছে‌...


উপযুক্ত সময়, যত তাড়াতাড়ি পারো গেছো প্রতিনিধি
হয়ে যাও, সাত-খুন-মাফ হয়ে যাবে চুড়ান্ত মজলিসে।