যা কিছু হচ্ছে আর যা হওয়া উচিত, এ'দুয়ের মধ্যে ব‍্যবধান বাড়লে মানুষের বুকে বৃষ্টির মতো বিষণ্ণতা নেমে আসে, থিতিয়ে পড়তে থাকে ভুল বা ঋণের সঞ্চয় অপচয় ক্ষত।
       আরও অনেক কিছুর মতো লিবিডো বিক্ষেপের পর, মৃত প্রেমিকার সাদা চোখের দিকে তাকিয়ে আমি বা আমার মতো'রা দীর্ঘশ্বাসের বদলে আরেকবার সূর্যাস্তে ফ‍্যাকাসে হাসি ছুড়ে (যারা জানাতে চায় পৃথিবীতে তাদের অস্তিত্ব ফুরিয়ে যাওয়ার কিছু বিলম্ব আছে কিনা) মুখ সিগারেটে বা সিগারেট মুখে সেই সংলাপটা বলে--আরেকটু প্রশ্রয় দাও, গাঢ় রাতের বিছানায় পায়রার পালক ছিঁড়তে ছিঁড়তে তোমাকে আবার মনে পড়বে!


                                          এভাবে স্বপ্নের দুপুর ভাঙার পর বিকেলে আপেল খেতে খেতে তোমাকে মনে পড়লে আবার নোংরামি করছি মনে হয় কিন্তু বিশ্বাস করো শিম্পাঞ্জি বা পলিটিক্সের সঙ্গে কখনও প্রেম হবে ভেবে কিছুটা কৌমার্য আমি এখনও বাঁচিয়ে রেখেছি।...