বুকের ভেতর ক্ষত-ফাটল-শোক সেরে যাবে
বিশ্বাস করো নদীকে, নতুন পলি আসবে।


যদিও জানি, তুমি বিশ্বাস করো না এসব
বাজার সব খায়, সবার আগে মানুষকে।


একের পর এক সিঁড়ি পেরিয়ে যাচ্ছে সবাই
পিছলে যাই রোজ, কোনমতে উঠতে গিয়ে ট্রেনে।


প্রতিবারের মতো, ভুল হয়তো, দেখলাম আবার-
তোমার দু-চোখে কফিন ভাসছে আমার।


শেষ দেখায়, তোমার সামনে নতজানু আমাকে
নির্লিপ্ত চোখে বললে, অপঘাত ভালো।