তোমার মতো আমারও মুখ অনর্গল, কথা ছিটিয়ে দেয়
রাস্তায় গলির মোড়ে এখানে সেখানে গায়ে
পানের পিকে ছদ্মবেশ বিরক্তি মিলেমিশে অযথা।


থেঁতলে যাওয়া শরীর থেকে শরীরে থমকে থমকে
বেরিয়ে আসে রক্ত রঙ, একটু একটু তারপর আরেকটু
ধাতব শব্দের মতো রোজ খুরধার হাড়,
দেখো তুমি, আমিও দেখি কেমন অশ্রুপাত
যেহেতু আমাদের বাঁচতে আছে আমরা জানি


তারপর সব স্বাভাবিক ঋতু, ঋতুস্রাব, সম্ভাবনা হয়ত-বা
অন্ধকারের স্বাদ...