ঘনত্বের পরিবর্তন হলে আরশিনগরেও...বাকিটা
গীতিকার বলবেন অথবা নরম ওয়ালে # আমিও
এখন বরং অন্য শহরে যাই, জড়তা কাটবে


সিরাপ বিষয়ক গুফতগু বা এই নিয়ে মুলাকাত
কিন্তু এ শহরে মানুষ কথা বলে না, চামচের
মুখোমুখি হলে খাদ‍্যনালী বেয়ে প্রশ্ন উঠে আসে


ঘামের আলপনায় সাজানো নগরের উপগ্রহ আত্মীয়
কাগজে বুড়ো আঙুলের নিরক্ষর ছাপ অস্পষ্ট
দিনগুলো আরও আধুনিক হয় মুখে থুতু আটকে


বন্ধ চোখ-মুখ বিছানার পায়ে নতজানু, প্রিয় গন্তব্য
মাংসক্ষেতে বিকেল, পাড়ার কথা-শব গাঙে ভেসে যায়
সবকিছুর অসুখ মনে পড়ে, অ-সুখ মনে পড়ে