পাড়ায় পাড়ায় ঝিনচ‍্যাক বৃন্দাবন থিম রেডি--
প্রেম নির্লজ্জ, হিসেবও ব‍্যক্তিগত কিন্তু
লোকজনের স্বভাব যা তাই--করছে কানাকানি।


প্রতি বছর চেঁচায় পূজোর মাইক--নাটক অর্কেষ্ট্রা!
ঝোপ বুঝে কোপ মারতে বা সুযোগের
সদব‍্যবহার করতে সাবধানে মুখ বাড়ায় ভদ্রলোকেরা।


মন্তব্যসমুহ:


ঙ: এরকম লেখা আরও চাই... ...লোল!
                   ঞ: হা হা
চ: এটা একটা কবিতা...এর থেকে তো গামছা পরা
    ভাল!
                   আ: একদম ঠিক বলেছেন আপনি!
                    চ: আমি সবসময় ঠিকই বলি!
ঢ: কি দিলেন দাদা...দারুণ...লিখতে থাকুন‌।
                   ঞ: তুই একটা বকচ্ছপ!
                   ঞ: কিরে উত্তর কোথায়?
শ: শালা এটা কবিতা হয়েছে একটা, তোর...
ত: সুন্দর, ভাল লাগল কবি।
                   শ: ভাল তো লাগবেই। তেল
      ললকি তেলের ঠুঙি মৌটুসকি টোবাগালি!
                   ঞ: ওহো, তবা তবা
ণ: কবিতা লেখার আগে একটু পড়াশুনা করুন।
    চ‍্যাংড়ামো ছ‍্যাবলামো কবিতা নয়।
ঞ: মুখ বাড়ালে তোর কি, কবিতা না লিখে একশ
     দিনের কাজ কর, দেশের উন্নতি হবে!