ঘুরে ঘুরে কবিতাখোর ভার্চুয়ালি ঘুমিয়েছে প্ল‍্যাটফর্মে
মাথার ওপর গঙ্গা-আকাশ বুকে আটকে কালপুরুষ,


ইচ্ছে ছিল কৌশলে রেখে দেবো ভোর-ঘাসের বুকে
কিন্তু তারপর দেখি নগ্ন নায়িকার পাশে তুমি।


  কোনো বিখ্যাত উদ্ধৃতি ভেবে উতরোতে ইচ্ছে নেই
    ভালো লাগে শাণিত চোখে আবার থমকে যেতে,
  
কিন্তু ভুল রাস্তায় জমজমাট পিচ ক‍্যাকাফনি প্রাচীন
শিশিরের ক্লীবত্ব, বলো, এভাবে কবিতা লেখা যায়?


    তাছাড়া প্রায় সব কবিতাতেই অ-সুখের শরগোল
      ঔষধ নেই, যদিও তোমার মাপা দুর্ভাবনা ছিল।

গায়ে মুকুল ধরুক, গ‍্যালারিতে চলুক সুখী নিরবতা
সম্পর্কের ফুটেজ ব‍্যাখ‍্যা করতে পারে ট‍্যাগলাইন।
    
     জেন্ডার মানি স্পর্শক বরাবর, বৃত্তের কাছে এসে
  যদি আবার বদলে যাও, আমাকে অন্য খবর দিও।