একটি একটি করে স্বপ্নের আত্মহত্যায় এখন আর
বিশেষ বিচলিত হই'না আমি, প্রায়ই গুটিসুটি মেরে
আস্তানা আঁকড়ে পড়ে থাকি নিস্তেজ। এখন গরমেও
শীতঘুম পায় আমার, পাড়ায় এসব নিয়ে কৌতুক
চলে নিয়মিত, মা-বাবাকে দেখে কিছুই বলি না,
রোজ রোজ বলবার'তো কিছু নেই তেমন, জানি
তারা কষ্ট পায়। কোন কিছুই যেন হাতে নেই আর,
হয়তো এও এক সংক্রমণ, বুঝতেও পারিনা সব,
যেমন অমুকবাবু সেদিন বললেন, পার্টি এখন
অনেককিছু করছে...,কখনও দেখা হয়ে গেলে বন্ধুরা
বলে, লেগে থাক...বুঝিনা, সত্যি না ইয়ার্কি।
অনেকে বলেন, এসব কথার কোন মানে নেই, সভ‍্য
যতই হোক দেশ-বিদেশ, ক্ষমতা যার খেলাবে সেই।
আমি চুপ করে থাকি, যেন জন্ম থেকেই চুপ হয়ে
আছি, কখনও'বা ঘাড় গুঁজে দেশলাই খুঁজি, যদি
আগুন জাগে, যদি তোমাকে দেখতে পাই আবার,
তাহলে নিজের হাতে পুড়িয়ে দেবো, স্বপ্ন সবকিছু।