বেহায়া চোখের কাছে ঝাপসা যশোর রোডের ক্লান্তি,
বরং ফিরে যাই চলো জরায়ুতে--দশ মাসের ছোট কবরে।


প্রতিদিন মরতে হচ্ছে, তবু তাদের বিশ্বাস করে পাবলিক
যারা বলে, প্রিজমের মাথাটা এবার ভেঙে দিতে হবে।


আজও ধর্ষণ হয়, নিরুদ্দেশ হয় মানুষ। কার কি যায় আসে
অর্ধেক জীবন প্রায় শেষ, বাকিটা যেমন তেমন কেটে যাবে।


শিস দেওয়া বিকেলের ডাকে বিষের স্বাদ পাই রোজ
প্রেমিকার ঠোঁটে মিথ‍্যার বুদবুদ, বন্ধু তুমি নগ্ন দুপুর এনো।


রাস্তারা ফুরিয়ে যায়নি এখনও, মৃত্যুর গা ঘেঁষে যদি
আরও দূরে যেতে হয় তাহলে আগে থেকে ডেকে নিও।


বাঁচবে ব'লে জানালার বাইরে কেউ কেউ উটের মতো
মুখ বাড়িয়ে দেখে কাছাকাছি কথাও মরুভূমি আছে কিনা।


হাসি হাসি মুখে ঘুমিয়ে পড়ি আজকের মতো, কালকে
আবার অপরাধ করবো, সত্যি বলছি খারাপ লাগছে না।