দূরে জ্বলছে শারদীয়া আলো--শাশ্বত রোশনাই
কাজ নেই, আমি পেছন থেকে ভবিষ্যৎ চিন্তা করি--ব‍্যর্থতা সঞ্চয়,
ঋতুর আবর্তনে ডাল পাতা পাল্টায়।


ধাক্কায় কতকিছু ভেঙে যায়--ঘর হৃদয়
তারপর পড়ে খড়কুটো যতটুকু
আধখানা নৌকায় সেও দিক খুঁজে বেড়ায়।


কিছু শব্দ ভারি বৃষ্টির তুলনায়, পথের মতো
সিলিং থেকে ঝোলানো আরাম দড়ি
বুকের কাছে নেমে এসে অন্ধকার মাখে...


রাস্তারা অর্থহীন, মুসাফিরের নামে কারও গতিপথ
রাতশেষে ছায়া বদলে নেয়।