চাঁদ নেই তারা নেই স্বপ্ন নেই আমাদের আকাশে শুধু ভন্ড কবিরা উজ্জ্বল জ্বলজ্বল করে মাথার ওপর শকুন ওড়ে ডানা ঝাড়ে আর দেশ জুড়ে যুবক যুবতীদের শ্রাদ্ধ হয়ে যায় মহাপুরুষেরা মানুষের মতো মানুষ হওয়ার কথা বলেন রুজি রোজগার ছেড়ে আমরা মানুষ হওয়ার চেষ্টা করতে থাকি আমাদের চেষ্টা দেখে অন্তর্যামী হেসে ওঠেন তুখোড় আদিম শেয়ালেরা তুখোড় হাসিতে যোগ দেয় দলে দলে। জমতে জমতে আমাদের মনুষ্যত্ব খিস্তি হয়ে ধ্বংস হয়ে আছড়ে পড়ে চারপাশে যেহেতু রাষ্ট্র আমাদের ভালোবাসে শুয়োরের মতো, ভালো চায়, পুলিশ আমাদের ভালোবেসে গুলি করে শুয়োরের বাচ্চা ভেবে সেই ভালোবাসা থেকে রাষ্ট্রের নতুন জন্ম হয় আর জাতি হিসেবে রাষ্ট্র জগতে আরেকবার শ্রেষ্ঠত্ব অর্জন করে