পাড়ায় মেঘ হলে তোমায় স্পর্শ করে আছি ইচ্ছেমতো,
বাতাসের গায়ে হাত রাখতে তুমিও কি দু'বার ভাবো না?


কিন্তু কোথায় যেন মিল রেখে শব্দরা
পিছলে বেরিয়ে যাচ্ছে কলমের মুখ থেকে,
এবারে বলছি, থামো, না হলে, পদ‍্য,
সত্যিই তোমাকে কাটাকুটি কবিতা ছুঁড়ে মারবো!


গাড়ির রেষারেষিতে উৎপন্ন দুর্ঘটনার সম্ভাবনাকে
উৎসর্গ করে কবিতা লিখতে গেলে আবার মনে হয়
বাজে খরচ করছি শব্দের, নির্বাচিত বৃষ্টিকণার গায়ে
আঙ্গুলের বিষণ্ণ শিহরণ কোন কাজেই লাগছে না


আপাতত শ্রাদ্ধ হোক লেখালেখির আর
একটু শান্তিতে বসবাস করুক কিছু অসুস্থ মানুষ