রাজনীতিকরা মাঝেমধ্যেই মহৎ-দের বাণী আওড়ে থাকেন,
পৃথিবীতে সবচেয়ে সুন্দর গভীর মুহূর্ত তৈরী হয় তখনই।


যাইহোক, আমি খুব মন দিয়েই কবিতা ভাবছিলাম, আচমকা শুনি- একি, পেচ্ছাবখানায় লেখালেখি করছেন!
তা ভালো, লেখকদের সবই অদ্ভুত- এই আমার প‍্যান্টটা একটু কোমরের কাছে ধরুন তো, হাতে একটু লেগেছে হেঁ হেঁ, ধুতে হবে।                                                                
আমি ব‍্যস্ত মুখে ওনাকে সাহায্য করলাম, বললেন: আপনার ডিটেইলসটা দিন, সাহিত্য পুরস্কারটার জন্য আপনার কথা ভাববো, আমি মাপা একটা হাসি ছাড়তে চেষ্টা করলাম, খুশি হয়ে উনি যেতে যেতে বললেন: 'সকলের তরে সকলে আমরা...' হেঁ হেঁ কি বলেন?                


আমিও খুশি কিন্তু চুপ করে থাকলাম,  
একটি নয় দুটি সুন্দর গভীর মুহূর্ত তৈরী হলো।