আমাকে আমার মধ্যে ধরে না পুরোপুরি,
তাই তোমার কাছে আসি কখনও সখনও--


তোমার গায়ে যে বিন্দু বিন্দু মুক্তোকণাজল, বৈশাখের বা কোন অন্তরঙ্গ মুহূর্তের,
তার সঙ্গে ঘাসের মুখে শরতের
ধরে রাখা শিশিরের অদ্ভুত মিল।


কিন্তু


ভালোবাসা যেন মনখারাপের দোকান,
না থেকেও ফুরিয়ে যায় না একেবারে...


তারপর মুখ মিথ্যা হয়ে যায়,
হৃদকমল থেঁতলে দেয় উচ্ছল হিল
সুন্দর যা কিছু নোংরা যেন--
কেউ আশ্রয় খোঁজে অথবা চুপচাপ চিৎকার করে