এখানে বিলুপ্তির সময় আছে এখনো বাকি যদিও কবিতার মৃত্যু ঘটে গেছে কয়েক বছর আগেই প্রসব শুধু মৃত পঙক্তির লাশ পড়ে আছে এদিক ওদিক চাও বা না চাও কেবল মরবার জন‍্যই সময় পড়ে আছে এখানে আলো-অন্ধকার স্পষ্ট বোঝার বা বোঝানোর দরকার ফুরিয়ে গেছে গত মরশুমে সব সত্য সব বিশ্বাসের চলে যাওয়া দেখছি রোজ মৃত্যুর জরায়ুতে অতএব তুমিও চলে এসো নষ্ট করো না সময় বেঁচে থাকতে থাকতে আমরাও ঢুকে পড়ি জরায়ু গহ্বরে নিশ্চুপ একা একা...