হয়ত কেঁপে উঠত উচ্চারণ
আছড়ে পড়ত নির্মম ঘাম শ্রাবনে
দেখা যেত না মেদবর্জিত চাঁদ
কেবল যদি পাথর ভাঙত বছর।


হয়ত চুরি যেত না কাজ
সময় হত না পাশবিক ঝড়ে বদলে যাওয়ার
কবি করত না আর কবিতা শিকার
কেবল যদি পাথর ভাঙত বছর।


হয়ত উত্তর থাকত না কোন সীমারেখার
প্রয়োজন হত না জরুরি গুপ্ত খবর
হতে পারত প্রেম সবচেয়ে ছোট ইঙ্গিত
কেবল যদি পাথর ভাঙত বছর।


হয়ত ওজনে বাড়ত না বিক্ষোভ
হত না হত‍্যার চূড়ায় বিপ্লব
থাকত না ধর্মে সেলাই করা অন্দর-প্রতিবেশী
কেবল যদি পাথর ভাঙত বছর।