বুঝতে পারছিনা কেমন আছি আমরা
আসলে আমাদের কি কি দরকার,
সবকিছুতেই গুলিয়ে যাচ্ছে মাথা হিসেব
এখানে জলে কুমির ডাঙায় সরকার।


এখানে মানুষকে বাঁচতে হয় মৃতের মতো
জানি না ক্ষমতা কাকে ভালোবাসে, কে কার--
জীবিকা নেই--সবাইকে খুঁটে খেতে হয়
এখানে জলে কুমির আর ডাঙায় সরকার।


এই দেশ নাকি প্রায় স্বর্গের কাছাকাছি
সবার জীবন গড়ে দেবে ভদ্র খাঁকি শুয়ার,
এখানে দলের কোন দোষ নেই ভাবুন--
এখানে জলে কুমির ডাঙায় সরকার।


স্বপ্ন মারে যারা কৈফিয়ত দেয় না কোন
সম্পদ অর্থহীন--শুনুন মহাপুরুষের দরবার,
গরিব মানে গত জন্মের কর্মফল বুঝে নিন--
এখানে জলে কুমির ডাঙায় সরকার।


আজকাল সবাই সুযোগ পেলেই উপকার করে
না চাইলেও চব্বিশ ঘন্টা প্রতিনিধি আপনার,
প্রয়োজনে ঈশ্বরও ভোট চান ধর্মের জামা পরে
এখানে জলে কুমির আর ডাঙায় সরকার।