বয়স: দু-তিন হাজার বছর বা তারও বেশি তবে ব‍্যষ্টিগত
ভাবে দশ-পনেরো থেকে একশ পর্যন্ত হতে পারে।


প্রাপ্তিস্থান: পৃথিবীর সর্বত্র বিক্ষিপ্তভাবে কম বেশি
পাওয়া যায়। বন্টনের নিদিষ্ট কোন ধাঁচ নেই।


প্রকারভেদ: বিভিন্ন ধরনের হতে পারে--আধুনিক,
পরাবাস্তবিক, রোমান্টিক, উত্তর আধুনিক ইত্যাদি।


ফসল/কবিতা: উৎপাদন অসংজ্ঞাত আর বিশেষ বৈশিষ্ট্য
ধরতে চাইলে পালায়, ছাড়লে সম্ভাবনা থাকতে পারে।


উপকারিতা: কিছুর ভীষণ অভাব বোধ করলে
গাছ থেকে কবিতা পেড়ে পকেটে রাখতে পারেন।


দোষ/ত্রুটি: অসম্ভব নিশ্চুপ। ফসল অনেক সময়
অনিদ্রাসহ বিভিন্ন মানসিক রোগের কারণ হতে পারে।


উদাহরন: অসংখ্য গাছেদের মধ্যে বিশেষ--গালিব,
ম‍্যালার্মে, জীবনানন্দ, লোরকা, পাউন্ড, রিলকে ইত্যাদি।