শীতের বিকেল। রোদ ডুবছে ডুবছে ঘাম ফেলে
তিন-পাহাড় স্টেশনে একরাশ মেঘ মাথায়-
সেইসব কথাগুলো হরিণের মতো শহরে নিরুদ্দেশ,
প্রতিদিন মরে যেতে হয় হৃদয়ের ব‍্যবধানে।


ধ্বংস করার মতো কিছু নেই যার
সে গড়ার স্বপ্ন দ‍্যাখে,
অনন্ত নীল পুকুরে তারামাছ জাগে রাত
'আসা যাওয়ার মাঝে' শাকিলার কোন কোলাজে।


দুটি ঠোঁটের মাঝখানে দেখা একটি মৃত্যুকে নিয়ে
কবিতা লিখতে গিয়ে চাকরি খোঁজা হল না আর
তেমন করে, এখন
বাগদত্তার চোখ থেকে স্বপ্ন খসে পড়ছে আমার হাতে।


ফুরিয়ে আসছে আন্তঃসম্পর্কের ব‍্যালেন্স, জন্ম নেবে না আর অভিমানী মিসডকল কোনও,
যদি কোনদিন লিফটে আটকে যাই দুজনে, প্রযুক্তি ঈর্ষা করবে ঠিক, যদিও ভুল তুমি আর করবে না কোনও।