ভাবছি সবাই--এভাবে আর কতোদিন...দুঃস্বপ্ন!
বন্ধঘর শব্দহীন, পরপর দিনরাত চলে যায়
বাধ্য-অবসর, রোজগার ছাড়া বয়স বাড়ে বিছানায়।


বাড়ছে বিপদ, মৃত্যু গুনছে শহর-গ্রামেরা,
খাবার নেই কাজ নেই ব‍্যস্ততা নেই তেমন কিছু
নেটপাড়ায় মুখ বাড়াচ্ছে রোজ নতুন মুখে'রা।


বাঁচতে হবে, বাঁচতে হবে বলেই ভাবনা যত-শত
আদিমযুগ ফিরে ফিরে আসে বারবার
কতটুকু এগিয়েছি, জানান দিতে দিতে কার্যত।