শেষ পর্যন্ত কোর্টেই। ডিভোর্স নিয়ে উভয়েরই কোন সমস্যা ছিল না কিন্তু কোর্টে যেতেই হল বাচ্চাটার কারণে। বাবা কিছুতেই ইচ্ছুক নন সন্তানের দাবি ছেড়ে দিতে। এদিকে মা'ও অনড়, এক চুলও সরবেন না নিজের মতাবস্থান থেকে। অতএব, গন্তব্য কোর্ট। গত কয়েকমাস যাবত দীর্ঘ সওয়াল জবাবের পর সবাই বিরক্ত ক্লান্ত, বিচারপতি বিব্রত। কিছুতেই বাবাকে বোঝানো যাচ্ছে না যে মায়ের কাছেই সন্তান নিরাপদ এবং ভালো থাকবে। শেষে,


বাবা (উত্তেজিত হয়ে): ওর কাছে কিছুতেই আমার সন্তান ভালো থাকবে না, ও আমার সন্তানকে মেরে ফেলবে ... ...                                    
মা (নিরুপায় ও রেগে): দরদ খুব উতলে উঠছে তোমার, তাই না!
(আরও রেগে চিৎকার করে) দুধ আমার, গামলা আমার, সব আমার আর মাত্র দু-ফোঁটা লেবুর রস দিয়ে ছানা তোমার...!