আঁকাবাঁকা রাস্তা থমকানো সময়ের, অসংখ্য মুখে বিক্ষিপ্ত
হাজার সভ‍্যতার মানে একটাই--প্রজন্মের পুনরাবৃত্তি পর্যন্ত।


ধর্মে বসন্ত, মানুষ আজও মেতে ওঠে উৎসবে পার্বনে
খাদের কিনারে দাঁড়িয়ে বেকার, ঈশ্বর আছেন সাবধানে।


ব‍্যাঙের চে ইঁদুর মরা ভালো তার চে...বাজারে দর বেশি সস্তা কথার,
বিজ্ঞাপন দিচ্ছে চরম সুখ, গণমাধ্যম চেঁচায় বেশি যেখানে যত কম দরকার।


বইখাতার ভিড়ে ভুলে গেছি জ্ঞান--জীবন থাকে জলে অরণ‍্যে,
তোমার ভবিষ্যত আছে, আমাকেও যেতে হবে মাংস কাটতে নিজের।


আত্মহত্যা ব‍্যক্তিগত প্রেমের চেয়ে, কিন্তু হৃদয় আনাড়ি অবুঝ
ব‍্যর্থ পাথর ঠেলে তোলে ঢালের বিপরীতে, খোঁজে অস্তিত্বের মানে।


তাকালে অ-সুখ বাড়ে, সঙ্গে পাড়া-ভয় আছে, তাই মেঘ থেকে ফিরে গেছে সিঁদুর
কে যেন বলেছিল কোথায় যেন বৃষ্টি হয় মেপে যতটা মরে যায় রোদ্দুর।


সীমানায় রক্তফুলের ভিড়, কবরে জন্ম নিচ্ছে শহর, বাকি যা কিছু আংশিক বাদ
কাঁধে চাপিয়েছি পরিচিত লাশ, এবারে পা চালাই, খুব বেশি দূর নয় আর...