ভাষা আর বিষাদ বেশিরভাগই একরকম কথা বলে'না


জীবন যাপনে এখন আমারও দেরি হয়ে যায় প্রায়


যতদূর জানতাম শরীর মানে শরীর নয় শুধু
ভুল ভাঙল, তারপর আরও কিছু...
যেসময় চেয়েছিল চোখ মুখস্থ ঠোঁটের অনুবাদ


কিন্তু আজও আসে অন্যসময় দু-এক কথা ভেবে কখনও কখনও
প্রচুর সময় হাতে, হাতের বাইরেও এখন--


স্বপ্ন, মনে হয় তুমি ভাঙছ, ভেঙে যাও ধিরে ধিরে