কারো না কারো সঙ্গে দেখা করিয়ে দেয়, রাস্তারা এমনই। দু-চারজনের মধ্যে আজ আবার একজনকে টার্গেট করলাম। আমার থেকে আন্দাজ দেড়-দু'শ মিটার দূরে এগিয়ে হাঁটছিলেন অচেনা মানুষটি। মাথায় ভূত চাপল হঠাৎ, টপকে যেতে হবে, যেতেই হবে, হবেই এবং সেটা বাজারে পৌঁছনোর আগেই যেহেতু তিনিও বাজারে যাচ্ছেন অথবা বাজার অতিক্রম করবেন।


যেই ভাবা অমনি কাজ, শুরু হল দ্রুত পা চালানো এবং সত্যি সত্যিই টপকে গেলাম মানুষটিকে বাজারে পৌঁছনোর আগেই।


এখন বেশ আত্মতৃপ্তি হচ্ছে একরকম: আমি পেরেছি আমি পারি...


বেকারত্বে এই সুখ প্রয়োজন হয়।