ভেবেছিলাম বলবো-- বন্দুক আপনারই থাক, শুধু
কলমের লাইসেন্সটা দেবেন (যা ইচ্ছে লেখার)
                                                      কিন্তু
এখন আর দরকার নেই--


রাষ্ট্র, আপনি ভালো থাকুন
লেখা কবিতা সব ব‍্যর্থ হয়ে গেছে।


দেওয়ালে পিঠ ঠেকে গেলে, বন্ধুগণ, রেগে যাবেন না,
হতাশ হবেন না, গালাগালিও দেবেন না,
লড়াই করে কি লাভ তার চেয়ে বরং একটু
কষ্ট করে হেসে-খেলে আত্মহত্যা বিষয়টাকে রপ্ত করুন
যাতে করে টেকনিক‍্যালি নিখুঁত হয় মৃত‍্যুটা


সাহায্য স্বরূপ আইডিয়া/জ্ঞান নিতে পারেন
বাকি সবকিছু ঠিক করাই আছে


ব‍্যবস্থাপনার জন্যে রাষ্ট্রকে ধন্যবাদ দিতে থাকুন।


তুচ্ছ বেকার, কৃষক, মজুর...সাধারণ থাকেই আর
বিপর্যয় মানেই প্রাকৃতিক অথবা অন‍্যের ঘাড়ে, রাষ্ট্র,
আপনি একদম টেনশন করবেন না এসব নিয়ে


মানুষতো মরেই, আপনি সুস্থ থাকুন আর
মন দিয়ে উৎসব করুন!