অন্ধকার,
যতটা পারো ছুঁয়ে দেখো তুমি রূপো-রঙ
ভেঙে এনেছি খানেকটা চাঁদ সাদা পলিথিনে মুড়ে।


যদি ফিরে আসে বারবার শরতের কোন ভুল,
জন্ম নেওয়া আনত কালো চোখে শৈশব তুমি
প্রলেপ দিও ঠোঁটের।


বিষন্ন শহরের আশেপাশে
'উপমায় খুঁজেছি সান্ত্বনা' অনেক
ঘর ছেড়ে পালানোর শেষবারে
ফেলে যাচ্ছি ভেজা রাস্তা টাইটেল ট্র্যাকে...