আমিও চুপ থাকতে পারি, তোমার চেয়ে কয়েকগুণ বেশিই পারি, প্রাচীন হিমবাহের মতো প্রস্থর যুগের ঋষিদের মতো, কিন্তু ভালোবাসার কাছে হেরে যায় সব--আমার জেদ, অস্ফুটে ভেঙে যায় সব নীরবতা, এতো জোর কোথায় যে বলি--ফিরিয়ে দেবো সব সব উপেক্ষা অবজ্ঞা একদিন, মনে হয় তবু যদি পারি একবার চুপ হয়ে যেতে চিরতরে...খুব ভালো হতো তবে, তোমাকে নিঝুম একটা শাস্তি দেওয়া যেতো!