চাকরি নেই চাকরি নেই, এখন বিনে পয়সার রেশন খান,
সকাল সকাল হাত-মুখ ধুয়ে যান যান দলে ঢুকে যান।


গণ বোঝে না, এলিটদের একটুও ভালোবাসে না সরকার,
উন্নয়নের ছিটেফোঁটা পেতে বাবারা ভোট জেতা খুব দরকার।


বন‍্যা আসে ঝড় আসে বিপদে ভেসে যায় মানুষ ঘরবাড়ি,
প্রতিনিধিরা নাকি আড় হয়ে পড়ে, উতলে ওঠে দরদ ভারি।


ক্ষমতা বলে আমি ভালো কিন্তু জনগণ কিছুতেই বোঝে না,
এতো মানুষের মুখে আগুন হয় তবু রাজনীতি মরে না।


অধিকার দেয় না কেউ, সবসময় ছিনিয়ে নিতে হয় দাবি,
বিরোধিতা মানে দেশদ্রোহ, ধনীদের আরও অনেক বাকি।


চাকরি নেই চাকরি নেই এখন বিনে পয়সার রেশন খান,
সকাল সকাল হাত-মুখ ধুয়ে যান আঁটগেড়ে দলে ঢুকে যান।