অ)
রাস্তা জানে, গোলাপ জানে, জানে দূরের তারারাও কিন্তু বেরসিক প্রতিবেশীরা বোঝে না, কেন বারবার তোমার বাড়িতে যায় আমার মতো উটকো লোক।


আ)
এক বিশ্বাসঘাতিনীকে ভুলতে পারলাম না কিছুতেই। তাকে নাকি এখনও ভালোবেসে যেতে হবে।
ভালোবাসা সস্তা আমি জানি, কিন্তু এতো সহজে কি ভালোবেসে রেখে দেওয়া যায় সবকিছু। কোন দাবি নেই কারও তবু ভালোবেসে যেতে হবে? অভ‍্যেস, অসুখ না অন‍্যকিছু? জানি না। কিছুতেই কিছু ভালো লাগে না। যেভাবে প্রেমিকের চোখ লাল হয়, সেভাবে আমার শরীরে কিছু হিংসা বৃষ্টি হোক।