হাজারবাতি(১)


বহুদিন ধরে চলছে লোডসেডিং
বিদ‍্যুতের আলোতে পৃথিবী দেখে অভ‍্যস্থ।
এখন তাই কোনো কিছুই চোখে পড়ে না।
মা’কে বললাম,‛মা,একটি হাজারবাতি জ্বেলে দাও।’
মা বললো,‛রাজবংশে তোমার জন্ম,
ঘরে হাজারবাতির অভাব নেই।
কিন্তু খোকা জ্বালানোর জন‍্যে নেই তেল।
যা আছে তা অপরিশোধিত । ওতে আলো জ্বলে না।
তাছাড়া আলো জ্বেলে কী করবে!
তোমার তো বাউন্ডুলে জীবন,
সংসারে তো মনই বসে না।’


সেই পথ(২)


ঐ পথ আজ বন্ধ
কেউ কদাচিৎ ঐ পথে যাতায়াত করে না।
পথের রেখা যায় না দেখা।
ঘাস,লতা-পাতায় ভরে গেছে চারদিক।
শুনেছি , আমাদের পূর্বপুরুষ
ঐ পথ দিয়ে যাতায়াত করতো।
শহরে যাবার ওটিই ছিল একমাত্র পথ।
এখন সবার হয়েছে দামী দামী গাড়ী
সৌখিন পথে যাবার অভ‍্যেস।
হঠাৎ সকলে ভাবলো, ঐ পথ দিয়ে
শহরে গেলে কেমন হয় ; তেলও কম পুড়বে
আর তাড়াতাড়ি শহরে পৌঁছানোও যাবে।
রাস্তা পাকা হলো, শর্টকাট হলো
কিন্তু হায় , ধূলো লাগলো না গায়।


পুরোনো বাড়ী(৩)


বাড়ীটি বেশ পুরোনো
চুন-সুরকি দিয়ে বানিয়েছিলো রাজমিস্ত্রি
তাই টিকে আছে নয়তো এখনকার হলে কবেই ধসে পড়তো ।
তবে এর মেয়াদও ফুরিয়ে আসছে
বহুদিন হলো বাড়ীটির মেরামত হয়নি ।
ছাদ ফুটো,বৃষ্টির জল মেঝেতে পড়ে
দেওয়াল হয়েছে অমজবুত
যেকোনো সময় ধসে পড়তে পারে ।
বাস-অযোগ‍্য অবস্থায় পড়ে আছে
এখানে এখন চামচিকের বসবাস ।


স্বর্ণলতা(৪)


সবুজ গাছগুলো সব মরে যাচ্ছে,
নতুন বীজও অঙ্কুরিত হতে ভয় পায়
স্বর্ণলতার ভয়ে।
সারা পৃথিবীতে তাই
অক্সিজেনের ভীষণ অভাব।


                  *************