কুকুর(১)


বহুদিন ধরে কুকুরটিকে পাথর ছুঁড়ে মেরেছি
তবু আমার ঘরের সামনে এসে
ঘেউ ঘেউ করা বন্ধ করেনি।
যখন তখন ঘরে ঢুকে
ভাত চাল ডাল শাকসবজি মুরগী ছাগল যা পায়
সবকিছু খায়। যেন বাপের সম্পত্তি পেয়েছে।
এমনকি শিশুকেও গিলে ফেলে।


পাথর ছুঁড়তে ছুঁড়তে হাতে ব‍্যথা ধরে গেছে।
আমার হাত ক্লান্ত। এখন আর পাথর ছুঁড়তে
ইচ্ছে করে না। মনে হয় শয়তানটার বুক চিরে
সব রক্ত চুষে নিই।


              *********
              
               খাবার(২)


একটু নুন-লঙ্কা আর ডোবায় জন্মা
কলমি শাক পেলে ভালোই ভাত
খাওয়া যায়।


ডোবার কলমি শাক ফুরিয়ে গেলে
নুন-লঙ্কা দিয়েই চলে যায়।


নুন-লঙ্কা না থাকলে শুধু ভাত
আর চাল না থাকলে―
ভাবতেই কষ্ট হয়!


যে আগে ভাতে এক খন্ড চুল পেলে
সব খাবার ডাস্টবিনে ফেলে দিত
এখন সে চুল বেছে খায়।
খাবারের মূল‍্য দিতে পৃথিবী
বোধহয় এতদিনে একটু শিখেছে ।
  
         ********