বহু বছর ধরে বৃষ্টি হয়নি―
সব ঋতু জুড়ে চলছে গ্রীষ্মের দাপাদাপি ।
নদী-নালা,পকুরে নেই এক বিন্দু জল
পশু-পাখি,কীট-পতঙ্গ তৃষ্ণায় মরমর,
তরু-লতা-পাতা শুকনো হয়েছে তাপে ।
যে হয়েছে অতি তৃষিত চাতক পাখি
মেটাতে পিপাসা উড়ে গেছে সাগরের দেশে ।
সেই নোনা জল জীবনদানের বদলে মৃত‍্যুকে করেছে ত্বরান্বিত ।


তারই মাঝে দেখিলাম এক কবিকে
যে লিখছে শুধু বিমূর্ত ধরার কবিতা ।
যার বুকেও অসহিষ্ণু তৃষ্ণার জ্বালা
এই খরাভূমিতে সব কিছু জ্বলে পুড়ে হয়েছে ছাই
তবু ঘাসফড়িং-এর মতো খুঁজছে সবুজ তৃন ।
জানে সে এ তার বৃথাই লম্ফন
কিন্তু কীভাবে জুড়ায় কন্ঠের তৃষ্ণা,মনের আগুন ।


            **********