মহামারী–
দেশ জুড়ে চলছে লকডাউন ।
জানি না এই লকডাউনের পরের ভবিষ‍্যত,
সকলের স্বপ্ন,আশা-আকাঙ্খার শ্বাসরোধ করে
অনাগত কাল ।
ইতালি,স্পেনের রাস্তায় পড়ে আছে
হাজার হাজার লাশ ।
পৃথিবীর বুকে আজ প্রতিটি প্রভাতে
নামে সূর্যগ্রহন ।
উন্নত সভ‍্যতার স্কন্ধে আজ অস্পৃশ‍্য নগরী ।
ঘরের এক কোনে বন্দি আমার
নিস্তেজ শীতল প্রান ।
অনাহার অনিদ্রায় খোলা আকাশের
নীচে হাজার হাজার মানুষ ।
এই দুঃসময়েও ধর্মীয় গোঁঁড়ামি,কুঃসংস্কার
মানুষের মাথায় গেড়েছে আস্তানা ।
আজ অশ্রুর স্রোতে ভেসে যায়
দুঃখের কান্ডারী;শুধু বাঁচার তাগিদে ।


ওগো প্রিয়তমা !
এই দুর্দিনে তোমার কথা মনে আসে অহরহ ।
ছুটেছি শুধু প্রতিষ্ঠার পিছনে
কোনোদিন আমার দু-দন্ড সময়
কাটেনি তোমার সঙ্গে ।
কোনোদিন করিনি তোমার
সাজসজ্জার প্রশংসা ।
কোনোদিন এক গুচ্ছ ফুল
তোমার খোঁঁপায় পরিয়ে দিইনি ।
তোমার চোখের জলের দাম
আমি কোনোদিন দিতে পারিনি ।
বুঝতে চেষ্টা করিনি কোনোদিন
তোমার লজ্জাভারাক্রান্ত ক্লান্তিহীন চোখের চাহনি ।
তবু তোমার দু-চোখ আমায় দেখতো
তোমার মন-প্রান আমায় ভালোবাসতো ।
চির অবহেলিত হয়েছো তুমি
তবু কোনোদিন উন্মুক্ত আকাশের
নীচে তুমি প্রেমের দাবী করোনি ।
আজ অনিশ্চিত ভবিষ‍্যতের সম্মুখে দাঁড়িয়ে
তোমার সেই নীরব যন্ত্রনার ভার
আমি মর্মে মর্মে অনুভব করছি ।
আজ তুমি আমার দৃষ্টি সীমানার বাইরে.....
       .....দূরে......বহু দূরে ।
লকডাউন.....যোগাযোগ বিচ্ছিন্ন.....চাইলেও
দেখতে পাবো না তোমায় ।


তোমার মনে প্রশ্ন ছিল অনেক––
আর আমার কাছে উত্তর ছিল একটাই
          ―‘সময় নেই’ ।


হে মোর মানসদেবী !
আমার অবহেলায় ভূলেও ভেবোনা কোনোদিন–
আমি তোমায় ভালোবাসিনি ।
আমার মনেও পুঞ্জীভূত ছিল
ক্ষুদ্র ক্ষদ্র ইচ্ছের সম্ভার ।
ইচ্ছে ছিল,বৃষ্টিতে এক ছাতার নীচে
রাস্তা পার হবো ।
ইচ্ছে ছিল,বসন্তের বিকেলে
কোনো নদীর তীরে বসে গল্প করবো
ঘন্টার পর ঘন্টা;যেন সময়ের কোনো বালাই নেই ।
ইচ্ছে ছিল,তোমার সাথে
পদ্মার বুকে নৌকা ভাসিয়ে বাংলাদেশে যাবো ।
ইচ্ছে ছিল,একসাথে পার্কে বেড়াব
সিনেমায় যাবো....
আজ পর্যন্ত আমি হলে সিনেমা দেখিনি :
ভেবেছিলাম সিনেমার সাথে
জীবনও শুরু করবো তোমার সঙ্গে ।
এরকম হাজার হাজার স্বপ্নের সম্ভার
হয়তো অকালেই শেষ হয়ে যাবে ।
হয়তো নিষ্ঠুর সময় ছিনিয়ে নেবে সব ।


           হে মোর রানি !
      –আজ এই ধ্বংসলীলার মাঝেও
শুনতে পাই তোমার পায়ের নূপুরের ধ্বনি ।
আমার সব জ্ঞান,অহংকার,আদর্শ
লুটায় তোমার চরণতলে ।
ওগো ক্ষমাপ্রদায়িনী !
ক্ষমাপ্রার্থী আমি,ক্ষমা করো আমায়;
জানি না ক্ষমা করতে পারবে কিনা–
      যদি পারো তবে বুঝবে-
এই অসহায় প্রেমিকের মালায় একটি ফুল থাকলেও
তোমায় ভালোবেসেছিলো,ভালোবাসে আজও ।


                **********