ভোর তো হয়নি,
কৃত্রিম আলোয় দেখছি সারা পৃথিবীটাকে ।
পচা-গলা জীবন্ত কতকগুলো নরকঙ্কালের দল
আগলে রেখেছে সূর্যকে ।
দুর্গন্ধ শুকে শুকে বেঁচে আছি আমরা ।
শ্বাসবায়ুহীন এক গ্রহে বসবাস করছি ।
তবু ভালো আছি,প্রতিবাদ করছি না,
প্রতিবাদ করলেই বা কী ?
আজ প্রতিবাদ করলে টেলিভিশন,বেতার,
খবরের কাগজে কাল হয় ব্রেকিং নিউজ ।
পরদিন তার বাজার নেই বলে
ছুঁড়ে ফেলে দেয় আবর্জনার স্তুপে ।


তাই হাত-পা গুটিয়ে বসে আছি
আর মেরুদন্ডহীন জীবের মতো মাটিতে
গড়াগড়ি খাচ্ছি,উঠে দাঁড়াতে পারছি না ।
আমরা তো অকর্মন‍্য মাতাল জড়ভরতের দল
শুধু সুরাকে সুধা বলে পান করতে জানি ।
আমাদের মধ‍্যে আবার কেউ কেউ আছে
যারা প্রতিবাদ করে না,
অন‍্যের পরাজয়ে দাঁত বের করে
সমালোচনা করতে জানে ।


দেশে দিনে দিনে মানুষের সংখ‍্যা বাড়ছে
বরং কমেনি,
আজ অভাব শুধু খাঁটি মানুষের ।


              ------------