ক্লান্ত দুপুর;
ব্যাস্ত শহর,
সবায় রয়েছে ব্যাতীব্যাস্ত।
ঐযে শিশু;
খুদায় কাতর,
আর্তনাদের নেই শেষ তো!


দূয়ারে দূয়ারে ঘুরে;
বাপুদের মিনতি করে,
দেয়না কেউ মুঠো খাবার!
ও বাপুরা... ও বাপুরা...
তোমরাই সমাজে
ভদ্র মুখোশে
দেশ উন্নয়নের কথা বল আবার!


তোমাদের ঘরের সন্তানেরা;
দামী গাড়ীই চড়ে,
নিত্য-নতুন বস্ত্র গায়ে;
বড় স্কুলে পড়ে।


পড়া তো দুরের কথা;
সদা দাও মনে ব্যাথা,
দিন খেটে জটেনা আহার!
ও বাপুরা... ও বাপুরা...
তোমরাই সমাজে
ভদ্র মুখোশে
দেশ উন্নয়নের কথা বল আবার!


তোমরা শিক্ষায় শিক্ষিত নয়;
হারিয়েছ মনুষ্যত্ব,
পাষাণ হৃদয় কি কাদেনা তোমার;
দেখে নয়ন তার সিক্ত।


শিক্ষিত হয় যারা;
সভ্যও হয় তারা,
নাও শপথ আজ সৎ হবার।
ও বাপুরা... ও বাপুরা...
তোমরাই সমাজে
ভদ্র মুখোশে
দেশ উন্নয়নের কথা বল আবার!


....