এক গাঁয়ে এক ব্যক্তি ছিলো
দরিদ্র সে অতি,
তার জীবনে ছিলনা হায়
অর্থের বিন্দু জ্যোতি।


অক্ষমতার রোষানলে পড়ে
সদাই আল্লাহ্‌কে দোষে,
দরিদ্র কেন বানালে খোদা;
তুমি কোন নাখোশে?


এ গাঁও ও গাঁও ঘাটেঘাটে আমি
হাটি আদল পায়ে,
আমার মত এতো অক্ষম
কেউ কি আছে এ গাঁয়ে?


একটি জোড়া জুতো ও কেনার
সামর্থ্য আমার নাই,
হায়! হায়! খোদা আমি এক জোড়া
জুতো যে কই পাই!


একদিন সে পথের ধারে
দেখে একটি লোক,
হাসি আনন্দে ভরপুর হয়ে
ছিলো যার দু চোখ।


এতোই সুখী লোকটি যার
আরো সুখ না চাই,
কিন্তু হায় ঐ সুখের রাজার
পা দুটোই নাই!


আচমকা সে ফিরে পেল ফের
হিতাহিত জ্ঞান তার,
ওহে খোদা আমার এ ভাবনা
বড়ই যে লজ্জার।


যে জন বইছে পঙ্গুত্বতা
সারা জীবন ধরে,
আল্লাহ্‌ তুমি কত না মহান
তারই দুই নজরে।


ওহে আমি সুস্থ সবল
পূর্ণাঙ্গ এক লোক,
আমার পুড়ো হৃদয় জুড়ে
তবুও জুতোর শোক।


স্রষ্টা তুমি ক্ষমা কর মোরে
ক্ষমা কর ভ্রান্তি সব,
জুতো নেই তাতে কি; আমায়
পা তো দিয়েছ রব।


শুকরিয়া খোদা তোমার তরে
পা দিয়েছ মোরে,
চাই না জুতো চাই না অর্থ
বস্তা বস্তা পুড়ে।