দারিদ্রতা তুমি শেখালে আমায়
আত্মতৃপ্ত হতে,
একটু পাওয়ায় ভাসি আমি
অনেক পাওয়ার স্রোতে।


একটু খানি পাওয়ার আশায়
দিন ভর করি কাজ,
কখনো তাই জীবনে আমার
নেমে আসে সাঁঝ।


গরীব আমি;
গরীব আমার অধম মাতা-পিতা,
তিন মুঠো ভাত পেলেই জীবন;
যেন রঙ্গিন ফিতা।


একটু খানি পাওয়ার আশায়
রাত দিন খাটি রোজ,
একটুর মাঝেই পাই যে আমি;
সুখের খনির খোঁজ।


গরীব আমি; মানুষ আমি
কুকুর নারে ভাই!
পশুর মতো মার খেয়ে হায়,
জীবন টা হা-রাই!


তের বছরের রাজন আমি
প্রতিবন্ধী এক ছেলে,
দিন মুজুরি করে আমার
দু-মুঠো ভাত মেলে।


পিটিয়ে মেরে দিয়েছো আবার
চুরির অপবাদ।
গরীব হয়ে জন্মানোটাই;
ছিল অপরাধ!


শোননি কি তোনরা কেউ
কোরানের সেই বাণী?
প্রতিবেশী কেউ ক্ষুদার্ত আছে কি,
রেখো সেই খোঁজ খানি।


আমি রাজন; আমি রাকিব;
আমি সুমাইয়া সেই শিশু,
তিন বছর বয়সেই জীবন
ছেড়েছে যার পিছু।


আমি সেই অজ্ঞাত লাশ
স্যুটকেসেতে ভরা!
যার সারা শরীর জুড়ে
ছ্যাঁকা দিয়েছিলি তোরা।


আর কতকাল সইবো খোদা
ওহে দয়াময়।
মানুষ বেশী শয়তান গুলোর
নাই কি কোন ক্ষয়?


চাইনা হে আর এই সমাজে
পশুর মতো থাকতে।
আজ যে বড়ই ইচ্ছে করে
মানুষ হয়ে বাঁচতে।


..............এম. আলী হোসেন চৌধুরী