শুভ্র মেঘের উপর বসে;
আলতো বাতাসের পেছন থেকে
উঁকি দিয়ে,
রোজ একটি পলক দেখে আসি তোমায়।


ছোট্ট খুকির মতো
তোমার নিষ্পাপ হাসিটা আমাকে কাবু করে রোজ,
চোখ ফেরাতে দেয় না আর।


শীতল সকালের চায়ের কাপে
তোমার চিকন ঠোটের চুমুক,
তৃপ্তি দান করে আমায়।


ছাদের রেলিং এ যখন দাড়াও,
বাতাসেরা যেন মাতাল হয়ে ছুটে আসে তোমার দিকে।
তোমার চুলেদের সাথে খেলা করবে বলে।


বাতাসের গোপন প্রেম হয়েছে বোধয়,
তোমার চুলেদের সাথে!


রাতের তারা গুলো
আকাশকে নিঃসঙ্গ অন্ধকারে ফেলে
ভূপাতিত হতে চায়,
তোমার কাছে আসবে বলে।


তোমার রুপের কাছে নত হয়ে,
রাতের আকাশে
আমাকে মুগ্ধ করতে
চাঁদটাও আর আসতে চায়না আজ-কাল।


তুমি কোন কল্প পূরীর রাজকন্যা?
পৃথিবীর প্রারম্ভ হতে অন্ত,
কোন প্রান্তে তোমার আবাস?


তোমার উড়োচিঠির আমন্ত্রনে
আমি যে রোজ ছুটে আসি,
এই কল্প পূরের কল্পনাতে
শুধু তোমারি দেখা পেতে।


জানি না আর কত কাল চলবে
এই উড়ো চিঠির আদান প্রদান,
কল্পলোকের এই কথোপকথন।


শুধু জানি কোন এক দিন
এই কল্পজগতের বাহিরে
তুমি আসবেই।


..........................এ ম.আ লী হো সে ন চৌ ধু রী