দুই শত চার মাইল
এক দুঃসহ বিরহের দূরত্ব।
সক্ষম পৌরুষ্যের
নির্বাপিত যাপিত যৌবন,
সান্নিধ্য আরাধনার স্বপ্নভঙ্গ
পৌরুষেয় অনির্বান যাতনা।
কাঁপা ঠোটের বুভুক্ষা আর
দশ আঙুলের বিবিধ কল্পনা।
প্রাপ্তিসাধ্য অপ্রাপ্তি আর
সাধ্যসাধনের বাস্তব্য অপারগতা,
ডাহুক ডাকা তোলপাড় বুকে,
জনাকীর্ণ মিছিলেও শুনশান নিরবতা।
পুত-পবিত্র কামনায় সভ্য বিধিনিষেধ,
স্বপ্নের টুটি চিপি তাই সামাজিক আঁতুড়ঘরে।