সব চলে যাওয়া মানে হয় তো চির
প্রস্থান নয়,
তবে কেন হৃদপিন্ড টনটন করে!
আবার আসবে সে এই ব্যস্ত শহরে
তবু কেন অস্থিরতার হর্ন বাঁজে!
হয় তো প্রত্যাশা থাকে একবুক
বিপরীতে প্রাপ্তি এক লোকমা,
না পাওয়া থেকে যায় এক সমুদ্র
আর কাঙ্খিত সহস্র স্বপ্ন
অবাস্তবায়িত,
তাই বলে কি থেমে যাবে স্বপ্ন
ঘড়ি!
না, যায় না, যাবে না।
অপেক্ষায় হোক আর প্রতীক্ষায়
হোক,
কল্পপটু প্রেমিক হৃদয়
খুব যতনে বুঁনে যায় স্বপ্নের
সেলাই।
হৃদপিন্ডের প্রশস্ত জমিনে
অপেক্ষার তীক্ষ্ণাগ্র
দিয়ে আঁকে
সান্নিধ্য সাধনের রংধনু
ক্যানভাস।
প্রাত্যহিক খামখেয়ালে
গেঁথে যাই সান্নিধ্যের
কারুকাজ,
আর ভেজা চোখে সবিনয় মিনতি,
আবার কবে আসবে তুমি?